
মোঃ রিপন, বগুড়া প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় এ কার্যক্রমের আয়োজন করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব মাহিদুল ইসলাম গফুর।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম টুলু, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, শ্রমিক নেতা আলমগীর হোসেন, বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা সুজাউদ্দৌলা সুজা, সেলিম রানা, বিএনপি নেতা ওমর ফারুক ও আব্দুল করিম প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।