
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার কুয়াদা অঞ্চলে আষাঢ়-শ্রাবণের সময়মতো বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে কৃষকের মাঠ। চলতি রোপা আমন মৌসুমে স্বস্তির বৃষ্টিকে ঘিরে কৃষকেরা মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন চারা রোপণে। দিনভর কখনও রোদ, কখনও বৃষ্টিকে উপেক্ষা করে চলছে জমি তৈরি, আগাছা পরিষ্কার, পানি ও সার দেওয়া, এবং আমন ধানের চারা রোপণের কাজ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কেউ ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন, কেউ কোদাল দিয়ে আইলে কোপ দিচ্ছেন। কোথাও চলছে মই টানা – কখনও গরু দিয়ে, কখনও বা কৃষক নিজের শরীরের জোরে। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণের ব্যস্ততা চোখে পড়ার মতো। পাশাপাশি জমিতে জৈব সার দেওয়া নিয়েও ব্যস্ত রয়েছেন অনেকে। কাজের ফাঁকে ফাঁকে কেউ বিড়িতে টান দিয়ে নিচ্ছেন সামান্য বিশ্রাম – সব মিলিয়ে মাঠে বইছে প্রাণচাঞ্চল্য।
স্থানীয় কৃষকরা জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় এবার সেচ ছাড়াই কম খরচে আমন ধান চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন তারা। ইতোমধ্যে মাঠে শুরু হয়েছে চারা রোপণ। চলতি মৌসুমে ধানের জনপ্রিয় জাত যেমন ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৫৭, গুটিস্বর্ণ, খোকাবাবুসহ আরও অনেক জাতের ধান রোপণ করছেন চাষিরা।
স্থানীয় কৃষক আব্দুল আলিম চৌধুরী জানান, তিনি চলতি মৌসুমে ১ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করবেন। সময়মতো বৃষ্টি হওয়ায় তিনি দারুণ খুশি।
আরেক কৃষক আমিরুল ইসলাম জানান, তিনি চার বিঘা জমিতে আমন ধান চাষ করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় চাষাবাদে কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, “আমরা প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে আশা করছি।
এভাবে সময়মতো বৃষ্টি এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে যশোরের কুয়াদা অঞ্চলের মাঠে যেন আমনের সুবাস ছড়িয়ে পড়ছে আগাম সম্ভাবনার বার্তা নিয়ে।