
মেহেদী হাসান নয়ন মনিরামপুর (যশোর):
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন জায়গায়ো সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী উঠান বৈঠক, শোভাযাত্রা, আলোচনা সভা, পট গান অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব মানব পাচার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “সংঘবদ্ধ অপরাধ মানব পাচার বন্ধ হোক শোষনের অনাচার”।
উল্লেখ্য ২৯ জুন ২০২৫ তারিখ বিকাল ৪ টায় যশোর সদর রাজু’র মোড় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের ব্যবস্হাপনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেও উক্ত বৈঠকে বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং মানব পাচার প্রতিরোধে একাত্মতা ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন শামসুজ্জামান স্বজন সিটিপ সদস্য। এছাড়া রূপান্তরের প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার পাল প্রোগ্রাম অফিসার ও দিপঙ্কর মন্ডল কমিউনিটি ফ্যাসিলিটেটর।