Saturday, September 20, 2025

আছিয়ার পরিবারকে দুটি গাভী দুটি বাছুর ও গোয়ালঘর উপহার দিল জামায়াতে ইসলামী

Date:

Share post:

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার ভিকটিম আছিয়ার পরিবারকে সহায়তা দিতে জামায়াতে ইসলামী তাদের পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী একটি পাকা গোয়ালঘরসহ দুটি গাভী ও দুটি বাছুর উপহার দিয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি উপহারসামগ্রী আছিয়ার পরিবারের কাছে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনা সারাদেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। ধর্ষক হিটু শেখের ফাঁসির রায় ঘোষিত হয় ১৭ মে।

আছিয়ার মায়ের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ৫ মার্চ এক ঘোষণায় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি গোয়ালঘর ও দুটি গরু উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ সহায়তা প্রদান করা হয়েছে।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন বলেন, “আছিয়ার বাবা অসুস্থ ও পরিবারের আয় রোজগারের কেউ নেই। তাই তাদের আর্থিক স্বনির্ভরতার জন্যই দুটি গাভী, দুটি বাছুর ও একটি গোয়ালঘর দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার ও চিকিৎসা সহায়তাও দেয়া হয়েছে। ইনশাআল্লাহ, এই গাভীগুলো থেকে প্রাপ্ত দুধ বিক্রি করে পরিবারটি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে।”

পরে জামায়াত নেতৃবৃন্দ সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক কর্মী সমাবেশে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শার্শায় বাগআঁচড়া পরিবহন শ্রমিক ইউনিয়নে ম’রণ ভাতা ও স্মার্ট কার্ড বিতরণ 

মোঃ শাহারুল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ বাগআঁচড়া,নাভারণ,বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের পরিচয় পত্র(স্মার্ট কার্ড)বিতরণ ও মরণভাতা প্রদান অনুষ্ঠান...

যশোরে রামনগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ যশোর সদর উপজেলা ১১ নং রামনগর  ইউনিয়নে ৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।...

যশোর রামনগর ইউনিয়নে মানব পা’চার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ১৮...

আমরা বর্তমানে চ্যালেঞ্জিং সময়ে আছি – ডিসি আজহারুল ইসলাম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  সমাজে ফিতনা, ফেসাত তৈরি করা মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ! ‎কর্মজীবনে যশোরে আসাটাও আমি মনে করি একটা...