
মেহেদী হাসান নয়ন মনিরামপুর (যশোর):
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে আজ ২৮ জুলাই ২৫ তারিখ সোমবার সকাল ১০ টায় নেহালপুর ইউপি মিলনায়তনে র্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান শওকত সরদারের সভাপতিত্বে এবং যশোর জেলা সক্রিয় কর্মী মরিয়ম সুলতানা তানহার পরিচালনায় বক্তব্য রাখেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সক্রিয় কর্মী সুচন্দা রায়, ইউপি সদস্য লাকী বেগম, আলেয়া খাতুন, মফিজুর রহমান,শহিদুল ইসলাম,মোঃ সোহরাব হোসেন, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।