
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে এসএসসি ও সম্মাননা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলার আমীরে জামায়াত অধ্যাপক ফজলুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলার কেন্দ্রীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমপ্লেক্সের সাবেক অর্থোপেডিক সার্জন ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন ছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আদর্শ জীবন গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
পরিশেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।