মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী রয়েছেন, যিনি শ্লীলতাহানিরও শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মো. কামরুজ্জামান (৫০) মণিরামপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, পূর্ব বিরোধের জের ধরে ২৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে তার বড় ভাই আব্দুল হক (৭০)-এর বসতবাড়িতে দোনার গ্রামের শাওন হোসেন (২৫), সজল হোসেন (৩০), মাসুদ রানা (৪০), সাগর হোসেন (২১), ওলিয়ার রহমান (৫০) এবং অজ্ঞাত আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রথমে বাড়িতে ঢুকে গালিগালাজ ও জানালা-দরজা ভাঙচুর করে। বাধা দিতে গেলে শাওন হোসেন ধারালো দা দিয়ে কামরুজ্জামানের ভাইয়ের মাথায় কোপ মারেন। সজল হোসেন রড দিয়ে আঘাত করলে তার কপালে গুরুতর জখম হয়। এরপর মাসুদ রানা লোহার রড দিয়ে পিঠে মারলে মেরুদণ্ডে রক্তজমাট আঘাত লাগে। কামরুজ্জামান এগিয়ে গেলে তাকেও পেছন থেকে দা দিয়ে আঘাত করে আহত করা হয়।
এছাড়া, হামলায় কামরুজ্জামানের ভাবি মোছাঃ কিমি খাতুন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এবং কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। ওলিয়ার রহমানের ছেলেরা ও তিনি নিজে হামলায় সক্রিয়ভাবে অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা তাদের চিৎকারে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এজাহারে দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
মণিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে মনিরামপুর থানা পুলিশ।