
ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হেমন্ত সরকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, দফাদার আব্দুল বাচ্চু, ডিলার প্রতিষ্ঠান এম.এম. এন্টারপ্রাইজের প্রতিনিধি ওয়াদুদুর রহমান এবং গ্রাম পুলিশবৃন্দ।
উপসহকারী কৃষি কর্মকর্তা হেমন্ত সরকার জানান, কামনগর ইউনিয়নে বরাদ্দকৃত মোট ৮০২টি টিসিবি কার্ডধারীর মাঝে প্রতিজনকে মাত্র ৫৪০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি চিনি বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সকল কার্ডধারী যাতে পণ্য পায় তা নিশ্চিত করা হয়েছে।
এসময় স্থানীয় জনগণ সরকারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।