
শরিফুল খান প্লাবন:
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ শে জুলাই) বাদ আছর, শ্রীনগর উপজেলার ডাকবাংলো জেলা পরিষদ মার্কেটের (২য় তলা) প্রেসক্লাব কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আছলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ রাকিব, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল দত্ত, বিক্রমপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সিএনএন মেহেদী সুমন, সাংবাদিক লিমন, সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমিন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন পলাশ, সাংগঠনিক সদস্য তারিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।