
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে মোট ১৭০টি ভাতা বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা ৭৮টি, বিধবা ভাতা ৭২টি এবং প্রতিবন্ধী ভাতা ২০টি। বৃহস্পতিবার (২৪ জুলাই) পরিষদ হলরুমে দিনব্যাপী এই ভাতা বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ, ইউপি সচিব মিজানুর রহমান, সদর উপজেলা ব্যাংক এশিয়ার কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ। এছাড়াও ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, মিন্টু হোসেন, রফিকুল ইসলাম, গাজী রিয়াজ উদ্দিন, মারুফ হোসেন তরু, মেহেদী হাসান, সাইফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম ও নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন।
তবে বিতরণের মাঝেই উঠেছে গুরুতর অভিযোগ। বয়স্ক ভাতাপ্রাপ্ত তরুলতা বিশ্বাস অভিযোগ করেন, এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে গেলে তার কাছ থেকে ২০০ টাকা কেটে নেওয়া হয়। একই অভিযোগ করেন রাবিয়া খাতুন নামের আরেক ভাতাভোগী। তিনি বলেন, “ভাতা বইতে ৭২০০ টাকা লেখা থাকলেও আমাকে হাতে দেয় ৭০০০ টাকা। বাকি ২০০ টাকা তারা কেটে নেয়।”
স্থানীয়দের প্রশ্ন, যদি ১৭০টি ভাতা বই থেকে প্রতিটি থেকে ২০০ টাকা করে কাটা হয়ে থাকে, তাহলে মোট ৩৪ হাজার ৪০০ টাকা কোথায় গেল?
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ বলেন, “ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৭০টি বই সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। ভাতার টাকা থেকে অতিরিক্ত অর্থ কাটা সম্পূর্ণ দণ্ডনীয়। এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।