
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভি*যানে ১,০০৫ পিস ইয়াবা ট্যাবলেট, মা*দক বিক্রির নগদ ১,৮২,৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটের দিকে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামী মোছাঃ মর্জিনা খাতুনের (৪৩) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাসা থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ এক লাখ বিরাশি হাজার পাঁচশত টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মোছাঃ মর্জিনা খাতুন ও অপর সহযোগী মোঃ বাবুল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোছাঃ মর্জিনা খাতুন, পিতা মৃত নুরুল ইসলাম, স্বামী মোঃ শমেস আলী, গ্রাম চর লালকুড়া এবং মোঃ বাবুল মিয়া, পিতা মোঃ সাখাওয়াত হোসেন, গ্রাম ধনারচর মধ্যপাড়া উভয়ের বাড়ি রৌমারী থানার অন্তর্গত।আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।রৌমারী থানা পুলিশ জানায়, সমাজে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।