
অনলাইন ডেস্ক :
ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ বিকট শব্দে একটি ছোট আকারের বিমান উত্তরার একটি খালি জায়গায় আছড়ে পড়ে। এতে বিমানে থাকা দুই প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে এবং আঘাত গুরুতর।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রশিক্ষণ বিমানটি কোন সংস্থার অধীন ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। উদ্ধার ও তদন্ত কাজ চলমান রয়েছে।