প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৯:১৩ পি.এম
যুবলীগ নেতা আজিজুর রহমান নানু গ্রে’ফতার

সিলেট জেলার ওসমানী নগর উপজেলার খাদিমপুর গ্রামের সন্ত্রাসী যুবলীগ নেতা আজিজুর রহমান নানু (৪০) কে গতকাল রোজ শুক্রবার রাত আনুমানিক ১১ টায় স্হানীয় খাদিমপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানাযায় যুবলীগ নেতা আজিজুর রহমান নানুর বিরুদ্ধে কয়েক টি মামলা রয়েছে এবং গত ২ বছর যাবত খাদিমপুরে অনেক অসামাজিক কাজ করেছে যেমন চুরি- ডাকাতি, জায়গা দখল সহ এলাকায় ভাড়াটি গুন্ডা হিসাবে বেশ পরিচিত।
গত কযেক মাস আগে খাদিমুর গ্রামের প্রভাবশালী লন্ডনী প্রবাসী গোলাম রব্বানী সোহেল এর জায়গায় জোর-করে দখল করে দেয়াল দেওয়া হয়েছে।
ঘটনার সময় ও তারিখ ১২-০৬-২০২৫ খ্রি :- দুপুর অনুমান ২.৪৫ থেকে ৩.০০ টার মধ্যে মোছা:- ডলি বেগম, স্বামী গোলাম কিবরিয়া জুয়েল, ভাসুর গোলাম রব্বানী সুহেল এর বসত বাড়িতে
আজিজুর রহমান নানু নেতৃত্বে ৪০/ ৪৫ জন সন্ত্রাসী দলবদ্ধ হইয়া দেশিও অস্ত্র সহ রামদা, হাতুরি, রট, জোই পাইপ দিয়ে বসত বাড়ির গেইট এর তালা ভাঙ্গিয়া ইয়ামা কোম্পানির ১০০ সিসি মোটর সাইকেল যার মুল্য ৮০.০০০ টাকা এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে আলমারিতে থাকা ২ ভড়ি স্বর্ণালঙ্কার যার বাজার মুল্য ৩.০০.০০০ টাকা নগত ৯৫ হাজার টাকা, বাড়িতে থাকা ঘরের দামী ঘড়ি, মোবাইল ফোন সহ ইত্যাদি লোটপাট করিয়া নিয়া যায়।
আমার ভাসুরের বসত বাড়ির ২ টি গেইট ভাঙ্গিয়া বাড়িতে প্রবেশ করে বসত ঘরের সিসি ক্যামেরা, থাই গ্লাস, মিশুক রিক্সা ভাংচুর করিয়া প্রায় ৪.৫০.০০০ টাকা ক্ষতি সাধন করে। মোটা টাকা ৬.৮০.০০০ টাকা লোট পাট করে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।