
স্টাফ রিপোর্টার:
যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিচিত বন্ধুর বিরুদ্ধে।
ভুক্তভোগী তরুণীর নাম লতা (২০)। তিনি নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ জানান, অচেতন অবস্থায় লতাকে হলের ভেতর পড়ে থাকতে দেখে তারা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, লতা তার এক পরিচিত বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যান। সিনেমা চলাকালীন সময় সেই ব্যক্তি লতাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে দেন এবং তার কাছে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।
ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।