মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের রাজারহাট থেকে কেশবপুর পর্যন্ত চুকনগর মহাসড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে উঠেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, যা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
ট্রাকচালক ইসমাইল জানান, আমরা প্রতিদিন মালামাল বোঝাই ট্রাক নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করি। কিন্তু বর্তমানে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। নতুন সড়ক হওয়ার পর অল্প সময়েই এর এই করুণ অবস্থা হয়েছে। এখন প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়।
তিনি আরও বলেন, “সড়কে এত বেশি গর্ত যে, ট্রাকের চাকা ধসে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা সবসময় থাকে। এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করা হয়, কিন্তু এখন তা ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
একইভাবে ক্ষোভ প্রকাশ করেন দূরপাল্লার বাসচালক সুমন হোসেন। তিনি বলেন, “সকালে বাস চালাতে বের হই যাত্রী নিয়ে। কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে জানমালের নিরাপত্তা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি। কখন কী ঘটে যায় বলা যায় না।
তিনি আরও জানান, এই রাস্তায় এত গর্ত যে, গাড়ি চালানো তো দূরের কথা, যাত্রীদের ঠিকভাবে বসিয়ে রাখাও কষ্টকর। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
চালক ও সাধারণ যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চুকনগর মহাসড়কের এই অংশের সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে মহাসড়কটি সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।