মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সাবেক অতিরিক্ত জেনারেল পোস্ট মাস্টার মোঃ আনোয়ারুল ইসলাম ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ শহরে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
গত ১০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ৫ দিন ধরে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।
তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে এবং বাম হাত ও বুকের পাঁজর ভেঙে গেছে বলে জানান তার ভাগ্নে, বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আকতার হোসেন।
তিনি জানান “আমার মামা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।