Tuesday, November 4, 2025

জমি সংক্রান্ত বি’রোধী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু-ন

Date:

Share post:

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার ডুমুরখালি গ্রামে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান ও তার ছোট ভাই আবদুল হান্নানের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আব্দুল মান্নান ও তার স্ত্রী অজিফা খাতুন ফুলির অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে আবদুল মান্নানের মৃত্যু হয়। এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আহত ছোটভাই আবদুল হান্নানসহ তিনজনকে আটক করেছে।

তারা এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। এলাকাবাসী, পুলিশ ও হরিহরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম জানান, উপজেলার ডুমুরখালি গ্রামের মৃত ইজাহার আলী মোড়লের বড় ছেলে নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান ও ছোট ভাই আবদুল হান্নানের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১২জুলাই শনিবার দুপুর দেড়টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে ছোটভাই আবদুল হান্নান ধারালো দা দিয়ে বড় ভাই মান্নানের মাথায় উপুর্যপুরি কুপিয়ে আহত করেন।

এ সময় ঠেকাতে আসলে মান্নানের স্ত্রী অজিফা খাতুন ফুলিকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আবদুল মান্নান, অজিফা, আবদুল হান্নান, রহমতউল্লাহসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে আব্দুল মান্নান ও তার স্ত্রী অজিফা খাতুন ফুলিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে আবদুল মান্নানের মৃত্যু হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে সুমাইয়া খাতুন হান্নানসহ তিন জনের নাম উল্লেখসহ মামলা করেন। পুলিশ ইতিমধ্যে আসামি আবদুল হান্নান, রেশমা খাতুন ও রহমত উল্লাহকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

শার্শায় মরহুম তরিকুল ইসলামের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর গড়ার কারিগর...

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...