নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই ২০২৫) বিকেলে যশোর শহরের ক্যান্ডেল লাইট ক্যাফে-তে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
সংগঠনটির সাবেক সভাপতি ডা. মোঃ আকতার ফেরদৌস রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডা. এস. এম. ওয়াহেদ কবিরসহ জেলার বিভিন্ন স্থানে কর্মরত ভেটেরিনারিয়ানবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন ডা. মোঃ আকতার ফেরদৌস রানা এবং সাধারণ সম্পাদক পদে ডা. এস. এম. ওয়াহেদ কবির।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
উপদেষ্টা মণ্ডলির সদস্য: ডা. এস. এম. রায়হান আলী, ডা. দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ডা. পার্থ ব্যানার্জি, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ডা. মোঃ জাহিদ হাসান
সাংগঠনিক সম্পাদক: ডা. সুসময় দাস তুর্য্য
কোষাধ্যক্ষ ডা. মোক্তাদির আলম ভূঁইয়া।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার বেসরকারি পর্যায়ের সকল স্তরের প্রাণী চিকিৎসকরা। তারা বলেন, এই কমিটির নেতৃত্বে পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন আরও গতিশীল হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত হওয়ার পর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এই কমিটি।