
রাইসুল ইসলাম | যশোর:
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই ডিপোর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের বরাতে জানা গেছে, অভিযুক্ত বাপ্পী ছিলেন বিপুলের পুরনো বন্ধু। মাদকাসক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। এরপর সুমাইয়ার সঙ্গে বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পী একাধিকবার বিপুলকে হুমকি দেন এবং তাদের বাড়ির সামনে বোমা নিক্ষেপের ঘটনাও ঘটান।
শনিবার রাতে বাপ্পী কৌশলে বিপুলকে ফোন করে ষষ্ঠীতলা এলাকায় ডেকে নেন। সেখানে সঙ্গীদের সঙ্গে মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিপুলকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।