বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাবা মুসলিমা খাতুন, বিশিষ্ট সমাজসেবক জনাব ইকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, সমাজসেবক মোঃ ইশারত মোল্যা, মোঃ রাজ্জাক মোল্যা, সিরাজুল ইসলাম, শওকত মোল্যা, শেখ আহেদ, প্রবীণ ব্যক্তি মোঃ রসুল মোল্যা, মোঃ জিন্নাহ, মোঃ ফারুক হোসেন, মোঃ মাহবুব আলম, রনি ইসলাম, মনা খান, মোঃ দবির হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম, কৃষক মোঃ সাহেব আলী, শ্রমিক মোঃ সাহেব আলী, মোঃ জোহর আলী, মিলন হোসেন, সাইফুল ইসলাম, মোঃ রানা, প্রবাসী ও সমাজসেবক মোঃ লিমন হোসেন, রুপদিয়া সিঙ্গার শো-রুমের স্বত্বাধিকারী মোঃ ইবরাহীম, মোঃ সৌখিন হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রভাষক আব্দুল্লাহ আল মামুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই মহৎ উদ্যোগে এলাকাবাসী ও সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত প্রশংসা জানান এবং ভবিষ্যতেও সভাপতির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।