
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের নাসিফ আব্দুল্লাহ রুহানী দাখিল পরীক্ষা-২০২৫ এর সাধারন বিভাগ হতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশিত হয়।
রুহানী কালীগঞ্জ শোয়াইব নগর কামিল মাদরাসার মেধাবী ছাত্র এবং সাংবাদিক ও ইসলামিক বক্তা মাওলানা রুহুল আমিনের বড় ছেলে। রুহানীর বাবা রুহুল আমিন কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব এবং দৈনিক নবচিত্র পত্রিকার নিয়মিত “ভাঙলো হাটে হাড়ি” রম্য কবিতার লেখক।
তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামে হলেও পৌর শহরে বসবাস করেন। তার ভাল ফলাফলের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার পিতা মাওলানা রুহুল আমিন। তিনি মাদরাসার শিক্ষক-শিক্ষিকার প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
নাসিফ আব্দুল্লাহ রুহানী ভবিষ্যতে ইসলামিক স্কলার হয়ে দ্বা’য়ী ইলাল্লাহর কাজের পাশাপাশি সমাজ সেবা করতে চাই।
উল্লেখ্য, চলতি বছর কালীগঞ্জ উপজেলা থেকে মাদরাসা বোর্ডে অংশগ্রহন করে মাত্র ৪ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে নাসিফ আব্দুল্লাহ রুহানী একজন।