
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে এনসিপির পথসভায় নির্বাচন কমিশনের মিটিং হয় আজ ফল জানায় গত কাল। আমাদের দলীয় প্রতিক শাপলা দিবেনা বর্তমান নির্বাচন কমিশন। গত ১৬ বছর দিনের ভোট রাতে করা নাজমুল হুদা নির্বাচন কমিশনের অবস্থা আপনারা দেখেছেন। তাকে জুতার মালা পরিয়ে কারাগারে নিক্ষেপ করছে জনতা।
বর্তমান নির্বাচন কমিশনকে হুশিয়ারি করে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, আপনারা কোথায় যান কি করেন আমাদের কাছে খবর আছে। সাবধান হয়ে যান নাহলে আপনাদের ও লাল কার্ড দেখানো হবে।
১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে নড়াইল পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল বঙ্গবন্ধু উন্মুক্ত মুক্ত মঞ্চে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে উঠা তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল এনসিপি।
আমাদের কোনো ইচ্ছায় ছিলনা রাজনৈতিক দল গঠন করার। আমরা চেয়েছিলাম দেশকে পূর্ণগঠন করতে। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক দল গুলা আছে তাদের দ্বারা যদি দেশ পূর্ণগঠন হত তাহলে হয়তো আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করা লাগতোনা।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা যখন শহীদ পরিবারের পাশে দাড়াই, শহীদের বাবা-মার পাশে দাড়াই, তখন আমরা জুলাই আন্দোলনে ফিরে যাই। অনুষ্ঠান পরিচলনা করেন, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, আমরা রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত করেছি। তবে দীর্ঘ সময় পার হলে হত্যার বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।
জুলাই সনদ তৈরি হয়নি। আমরা সংস্কার চাই,হত্যাকারীদের বিচার চাই, জুলাই সনদ চাই।পদযাত্রা ও পথসভায় আরও অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।