
হুমায়ুন কবির,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তানহা আক্তার বিথী (১৫) নামের এক
কিশোরীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।সে উপজেলার বারবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামের মাসুদ রানা’র মেয়ে।
কালীগঞ্জ থানারএক প্রেস বিজ্ঞপ্তীতে পুলিশ জানায় , রবিবার (৬জুলাই)দুপুর ১২. ৪০ মিনিটের দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের আহসান হাবিব এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তানহা আক্তার বিথীকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল।
এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৫০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন কিশোরীকে গ্রেফতার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলোও তিনি যোগ করেন ।