নিজস্ব প্রতিবেদক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি একটি মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও কন্টেন্ট প্রকাশ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ক্যাপশনে লেখা হয়— “খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত”।
এই ভুয়া তথ্যসহ ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নজর এড়ায়নি মিষ্টি জান্নাতেরও। গণমাধ্যম -কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এমন মিথ্যা ভিডিও কন্টেন্টে তিনি অত্যন্ত বিব্রত।
মিষ্টি বলেন, “বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কিছু ফেসবুক পেজে আমার নামে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট ছড়ানো হচ্ছে। সর্বশেষ এক পেজে দেখি বলা হচ্ছে আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি! এমন আজেবাজে কনটেন্ট দেখে সবাই আমাকে ফোন করছে— যা অত্যন্ত বিব্রতকর।”
তিনি আরও বলেন, “ভিডিওটি ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরের সময়ের। আমি তখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠছিলাম। এ সময় অনেকে ছবি ও ভিডিও করছিল। সেই ফুটেজ নিয়েই অসত্য ক্যাপশন দিয়ে কনটেন্ট বানানো হয়েছে।”
মিষ্টি জান্নাত আরও জানান, তিনি ইতোমধ্যে কিছু ফেসবুক পেজ, কিছু তথাকথিত সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। শুরু থেকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি। পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।
সি, বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিস্ট ২৪