খাগড়াছড়ি প্রতিনিধি:
অনাথ শিশুদের এখন একমাত্র আশ্রয়স্থল জীনামেজু অনাথ আশ্রম।
বর্তমানে এ আশ্রমে প্রায় ১০২ জন অনাথ শিশু রয়েছে।
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার গড়ে ওঠেছে আশ্রমটি। আজ শুক্রবার জীনামেজু অনাথ আশ্রম পরিদর্শন করলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা।
এসময় তিনি অনাথ শিশুদের সেবা ও প্রতিষ্ঠান কল্যাণের জন্য অনাথ আশ্রেমর পরিচালক ভদন্ত নন্দমালা থের আর্থিক সহযোগিতা দিয়েছেন।