
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি :
শ্রীপুরের হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মত বিনিময় সভা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সংগঠন কর্তৃক আয়োজিত,
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত,
সংগঠনের সহ-সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ নির্মল সাহার সভাপতিত্বে ।
সাধারণ সম্পাদক কাজী ওলি রহমানের সঞ্চালনায়,
অনুষ্ঠানের মুল্যবান বক্তব্য রাখেন,
আ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি অধ্যক্ষ নিজামউদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ছাত্রী,সন্ধ্যা রানী সাহা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রবীন্দ্রনাথ কুণ্ডু,
সাবেক ব্যাংকার আল ময়েন, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সালেহীন মারুফ ,শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ড. মুসাফির নজরুল, কাজী আবদুর রব, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন,
কাজী সামসুসালেকীন টিটো, আনোয়ার হোসেন মন্নু, সোহেল রানাসহ প্রমুখ ।
অনুষ্ঠান শুরুতে বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম কাজী ফয়জুর রহমান -এর কবর জিয়ারত করা হয়।
মত বিনিময়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধ উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তাগণ ।
এ সময় নতুন ভবন করার প্রত্যয়ে যোগাযোগের আশ্বাস দেন মুসাফির নজরুল ।