
নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর
খাগড়াছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে অংগ্ৰবংশ সম্প্রদায়ের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বর্তমানে আলো ছড়াচ্ছে গরিব, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের জীবনে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে নানা সীমাবদ্ধতার মাঝেও শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে পাঠদান করে আসছেন। সরকারি পর্যায় থেকে পর্যাপ্ত সহায়তা না থাকলেও প্রতিষ্ঠাতা অংচিংনু মারমা, যিনি বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান, নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়টি পরিচালনা করছেন।
বিদ্যালয়ের উন্নয়ন ও ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকারি অনুদানসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অংচিংনু মারমা বলেন, এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। যারা সত্যিই মেধাবী কিন্তু অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।
বিদ্যালয়ের উন্নয়ন হলে এ এলাকার অসংখ্য শিশু পাবে শিক্ষার সুযোগ – এমনই আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ।