বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে এবং পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ মুসলিমা খাতুন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রুপদিয়া সিংগার শো-রুমের স্বত্বাধিকারী জনাব মোঃ ইবরাহীম হোসেন।
সভাপতি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“সকলকে মিলেমিশে বেশি বেশি গাছ লাগাতে হবে, যাতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।