মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর গ্রামে যৌথ বাহিনীর সফল অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২৯ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক হন ওই গ্রামের হৃদয় মুন্সির ছেলে আব্দুল রহিম (৪৫)।
অভিযান শেষে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, অভিযানে একজন ব্যবসায়ী ধরা পড়লেও এলাকায় আরও অনেক গডফাদার রয়েছে, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা অভিযোগ করে বলেন, কামালপুর গ্রামে মাদকের কোনো ঘাটতি নেই। বিক্রেতারা মাদক বিক্রির সময় কাউকে চেনে না, এমনকি উঠতি বয়সের ছেলেরা ও শিক্ষার্থীরাও সহজেই মাদকের শিকার হচ্ছে।
একজন অভিভাবক বলেন, “আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। মাদকাসক্তির কারণে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পড়ছে। গ্রামে যদি নিয়মিতভাবে যৌথ বাহিনী অভিযান চালায়, তাহলে হয়তো কিছুটা হলেও মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক বিক্রি ও সেবন অনেকটাই রোধ করা সম্ভব হবে।