মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে যুবদলের উদ্যোগে ০৬ নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ হোসেন এর আত্মার মাগফিরাত কামনা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) আছর নামাজের পর কামালপুর কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, রামনগর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, সদস্য মাসুদুর রহমান শামীম, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমুসহ ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মুসল্লীগণেরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগণ এর উপস্থিতিতে তার কবর জিয়ারত ও দোয়াঅনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, কামালপুর জামে মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান।