খাগড়াছড়ি প্রতিনিধি:
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় ও দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমার নেতৃত্বে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
সম্প্রতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও স্থানীয় কর্মকাণ্ড পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক এস. এম. ফারুক এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাংবাদিক হলাপ্রু মারমা ও ক্যহলাচিং মারমা।
কেন্দ্রীয় মহাসচিব এস. এম. ফারুক জানান, “সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।