প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৭:৩৯ পি.এম
ডুমুরিয়ায় সিএসএস স্থপতি পল মুন্সির স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলায় সিএসএস’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন শতাধিক মানুষ। শনিবার (২৮ জুন) ডুমুরিয়া সদরে সিএসএস ডুমুরিয়া ব্রাঞ্চ কার্যালয়ে মাঠ প্রাঙ্গনে এর শুভ উদ্বোধন হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিএসএস’র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে একজন চিকিৎসক দিনব্যাপী সেবা দেন। মূলত জ্বর, সর্দি, কাশি, ঠান্ডাসহ সাধারণ রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সিএসএস’র ডুমুরিয়া ব্রাঞ্চ এর সহকারী রিজিওনাল ম্যানেজার বিপ্রজিৎ সরকার বলেন “মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য সিএসএস’র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর দেখানো মানবসেবার পথ অনুসরণ করে দরিদ্র মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। অসহায় মানুষের জন্য আমাদের এ সেবা সহায়ক হবে বলে আশা করি।”
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য মো: হাবিবুর রহমান খান, সমাজসেবক তোজাম্মেল হোসেন খান, তাপস রাহা,নাজমুল প্রমুখ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।