
প্রতিনিধি, খাগড়াছড়ি||
খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া রোডের সুইস গেইট এলাকায় নতুন উদ্যোক্তা অন্তর ত্রিপুরা ও রিন্টু ত্রিপুরার উদ্যোগে যাত্রা শুরু করলো “Lemang Cooling Corner” নামে একটি জুস ও নাস্তার দোকান।
শুক্রবার (২৭ জুন) বিকেলে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বিকিরণ রোয়াজা, হপ্রিং ব্যান্ডের পরিচালক অজয় সেন ত্রিপুরা, গায়ক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি
দোকানের স্বত্বাধিকারী অন্তর ত্রিপুরা বলেন, “বেকার বসে না থেকে নিজে কিছু করার তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। অল্প পুঁজি দিয়ে শুরু করলেও আমরা চাই সেবার মান দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করতে।”
তিনি জানান, “Lemang Cooling Corner”-এ গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মৌসুমী ফলের জুস—বিশেষ করে আম, আনারস, বেল ও তরমুজ—এছাড়া মুখরোচক নাস্তা ও বিশেষ স্ন্যাকস।
নতুন এই উদ্যোগ খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মন্তব্য করেন অতিথিরা।