
মোংলা প্রতিনিধি, আশিক:
প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মোংলায় অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলার ব্রাহ্মণমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথটি শোভাযাত্রা সহকারে পৌর শহর প্রদক্ষিণ করে শেহলাবুনিয়া গুগিচা মন্দিরে (জগন্নাথ দেবের মাসির বাড়ি) গিয়ে পৌঁছায়।
রথযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ভক্ত, যারা ঢাক-ঢোল, কীর্তন ও জপ-তপের মাধ্যমে পূজা-অর্চনায় অংশ নেন। আয়োজকরা জানান, এক সপ্তাহব্যাপী চলা এই ধর্মীয় উৎসবে প্রতিদিন পূজা-অর্চনা, দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনা এবং প্রসাদ বিতরণ করা হবে।
রথটি ৫ জুলাই (শনিবার) উল্টো টান দিয়ে আবারও ব্রাহ্মণমাঠ মন্দিরে ফেরত আনা হবে, যার মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মোংলা থানা পুলিশ। অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিবেশ কর্মী নুর আলম শেখ, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি পীযূষ কান্তি মজুমদারসহ অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ঈশ্বর। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনে ভক্তরা বিশ্বাস করেন, রথের দড়ি টানার মাধ্যমে পুণ্য অর্জন সম্ভব। ভারতের পুরীধাম ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে মহাসমারোহে এই উৎসব উদযাপিত হয়।