লাগে বড়ই একা
মুহাঃ মোশাররফ হোসেন
কত বছর হয়ে গেলো
আমি একটু কাঁদিনা,
আমার সেই স্বপ্নগুলো
আর চোখের পাতায় ভর করে না।
অনেক রাত নির্ঘুম কাটিয়ে
এ জীবন পার করে দেই'
ব্যস্ততা আমাকে সবার কাছ থেকে
দূরে সরে নিয়ে যায়,
আমি আজ একা, বড়ই একা।
আপন মানুষদের আর আপন মনে হয় না'
শত চেস্টা করেও আমি
আপন হতে পারিনা'
ভুল বুঝাবুঝির লড়াই যেনো শেষ হয় না'
তাই ইচ্ছে করে হেরে যেতে চাই'
ক্ষনিকের জেতার মধ্যে কোনো আনন্দ নেই ।
ভালোবাসতে ইচ্ছে করেনা কাউকেই'
ভালোবাসার চেয়ে সময়ের
প্রয়োজন অনেক বেশি,
শুধু নাই নাই হাহাকার,
দেবার শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে
মনে হয় এই জীবনটা কোথায় যায় ভাসি।
স্বার্থপরতা আজ খুবলে খাচ্ছে
কষ্ট দিতেই যেনো সবার আনন্দ,
কারো আনন্দ মাটি করতে ইচ্ছা করে না
জীবন খেলায় মেতে পাচ্ছে স্বদানন্দ।
এ জীবন আর জীবন নাই
যাক না এভাবেই কেটে,
কারো কারো জন্ম শুধু দেবার জন্য
তাইতো সব হারায় সাটে।