
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ মিরুল (মোল্লা) আর নেই।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
তার মৃতদেহ প্রথমে ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে মাগুরা শহরের নিজ বাসভবনে আনা হয়।
আজ (বুধবার) বিকেলে মৃতদেহ শ্রীপুর উপজেলার নিজ গ্রাম সোনাতুন্দীতে পৌঁছালে গ্রামের লোকজন ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মাগরিব নামাজের পর সোনাতুন্দী গ্রামের ঈদগাহ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মরহুম মোঃ মিরুল মোল্লার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার পৈতৃক ভিটা, গ্রামের পাশের সড়কের ধারে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা পরিচালনা করেন সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল্লাহ।
মরহুম মোঃ মিরুল মোল্লা ১৯৬৩ সালের ৫ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।