নিবিড় কষ্ট
মুহাঃ মোশাররফ হোসেন
আমাকে কষ্ট দিতে চাও? দাও!
আমি কষ্ট নিতেই এসেছি।
আমাকে কাঁদাতে চাও? কাঁদাও!
আমি কাঁদতেই এসেছি।
আমাকে হারাতে চাও? হারাও!
আমি হারতেই এসেছি।
আমাকে সাগরে ভাসাতে চাও? ভাসাও!
আমি ভাসতেই এসেছি।
আমাকে পূড়াতে চাও? পূড়াও!
আমি পূড়তেই এসেছি।
আমাকে বুকে টেনে নাও! নিবে না?
আমি সব কিছু সয়েই এসেছি।
হে প্রভু তুমি আমার শত ব্যাথা
সহ্য করার শক্তি দাও,
সব ব্যাথা সহে যেন হতে পারি মুক্ত
মোর প্রার্থনা কবুল করে নাও।