খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা মারমা মহিলা কল্যাণ সমিতি ও মারমা যুব কল্যাণ সমিতি গঠনের উদ্যোগ সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংগঠনিক সফর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উঃ মংসানু মারমা সাংগঠনিক সম্পাদক, মারমা কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি কোঃ আনুমং মারমা যুগ্ম আহ্বায়ক, মারমা যুব কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি কোঃ সানু মারমা সভাপতি, মারমা কল্যাণ সমিতি মহালছড়ি উপজেলা শাখা। বিশেষ অতিথি কোঃ থোয়াইসাগ্য মারমা সাধারণত সম্পাদক, মারমা কল্যাণ সমিতি মহালছড়ি উপজেলা শাখা।
বিশেষ অতিথি কোঃ মংশি কারবারি সাংগঠনিক সম্পাদক, মারমা কল্যাণ সমিতি মহালছড়ি উপজেলা শাখা।অনুষ্ঠানে উপস্থিত হয়েছে থলি পাড়া আবাইমা বাড়িতে প্রায় অর্ধ শতাধিক মহিলা ও যুব সমাজ।
এই সময় প্রধান অতিথি মহালছড়ি উপজেলা কমিটিকে আগামী এক মাসে মধ্যে দ্রুত কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি কাছে প্রেরণ নির্দেশ দিয়েছে।