প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৮:৩২ পি.এম
কালীগঞ্জে ভিজিএফ এর চাল উ’দ্ধারের ঘটনায় ত’দন্তে গড়িমসির অ’ভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের বিশেষ খাদ্য কর্মসূচীর (ভিজিএফ) এর আওতায় বিতরণের জন্য দেওয়া চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও গড়িমসির অভিযোগ উঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে।
গত ৪ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে প্রধান চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা আইসিটি অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
খেঁাজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার পূর্বে ৩ জুন দরিদ্রদের মধ্যে বিতরণকৃত চালের মধ্যে ২০ বস্তা চাল কাষ্টবাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোহন লাল বিশ্বাসের বাড়িতে পাওয়া যায়। পরের দিন ৪ জুন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে একটি তদন্ত কমিটি গঠন করেন। এ ঘটনার পর প্রায় ২০ দিন পার হয়ে গেলেও তদন্তের কোন অগ্রগতি দেখা যায়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারের তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, ঈদের পর অফিস শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ২৫ জুন শুনানির দিন রয়েছে। শুুনানি শেষে তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। খুব শিঘ্রই তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।