
মোঃ এমদাদ নিউজ ডেক্স:
বিএনপি’র বিশেষ জরিপে বলা হয়েছে দেশের ৭৫% বেশি বিএনপি’র নেতাকর্মী সমর্থকদের অনেকেই গত স্বৈরাশাসক আমলে, বিভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগের সাথে তাদের দলের হয়ে কাজ করার পাশাপাশি মিশে ছিল ।
এর সংখ্যা হল শতকরা ৭৫ জনের বেশি হবে ।
কট্টরপন্থী বিএনপি নেতা কর্মীরা প্রত্যক্ষভাবে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম জেল জরিমানা জুলুম নির্যাতন সহ গুম খুনের শিকার হয়েছেন এর সংখ্যা ১৫ জন হবে ।
কিছু বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের সাথে সেভাবে মেশেনী তবে গোপনে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে চলেছেন এর সংখ্যা শতকরা ১০ জন হবে।
জরিপে আরো বলা হয়েছে -১৫ পার্সেন্ট কট্টর পন্থী বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের সাথে মিশে থাকা দেশের ৮৫% বিএনপি’র নেতাকর্মী বা সমর্থকদের পাত্তাই দিচ্ছেনা ।
ফলে নিজ দলের মধ্যে সংঘাতের পাশাপাশি অপকর্ম চরম পর্যায়ে ।
সূত্র বলছেঃ অতীতে আওয়ামী লীগের সাথে মিশে থাকা দেশের ৮৫% বিএনপি’র সমর্থকদের বাদ দিয়ে যদি দল বা সরকার গঠনের আশা করা হয়- এটা হবে সবচাইতে বড় ভুল ।
এতে নিজ দলের মধ্যেই ভোট শূন্যের পাশাপাশি দলের বিশৃঙ্খলা আরো বৃদ্ধি পেতে পারে ।
বর্তমান ওয়ার্ড কমিটি গঠনকে সামনে রেখে -দলের নয় বরং নিজেদের স্বার্থ লাভের জন্য ও নিজেকে ত্যাগী দাবি করে, ১৫ ভাগ বিএনপির নেতাকর্মীদের অনেকেই, তাদের দলের লোকদের প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন ছবি ফেসবুকে প্রচার সহ প্রকাশ্যে গ্রুপিং সৃষ্টি করে আসছেন ।
এতে দলের চরম আকারে ভাবমূর্তি নষ্টের পাশাপাশি নিজ দলে ভোটাররা মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্র থেকে বলা হয়েছে ।
তারেক রহমান সহ দলের হাই কমান্ড এ বিষয়ে নড়ে চড়ে বসেছেন -তাতে বলা হয়েছে শুধু বিএনপিই নয় – যেকোনো দলের নিদোষী ব্যক্তি সে যে কেউ হোক না কেন ,তাকেও বিএনপির কমিটিতে রাখা যেতে পারে ।
নিজের স্বার্থ লাভের জন্য- গ্রুপিং এর পাশাপাশি নিজ দলীয় ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করে সংঘাত সৃষ্টিকারীদের চিহ্নিত করে স্থানীয় নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন !
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এছাড়াও নির্দেশ অনুযায়ী ব্যাবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত করেছেন
জনাব তারেক রহমান ।