Sunday, September 14, 2025

মণিরামপুর মহাসড়কে না’টকীয় ছি’নতাই নগদের ৫৫ লাখ টাকা লু’ট ত’দন্তে নেমেছে পুলিশ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর মহাসড়কে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ-এর বিপুল অঙ্কের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন ৮ মাইল জামতলা দোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা গেছে,  নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে একটি প্রাইভেটকারে করে নগদের মণিরামপুর অফিসে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুইটি মোটরসাইকেল এসে প্রাইভেটকারের গতিরোধ করে।

এরপর তারা গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত যশোরের দিকে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা খাতুন জানান, তারা মাঠে কাজ করার সময় হঠাৎ গাড়ির কাচ ভাঙার শব্দ শুনে ছুটে গিয়ে দেখতে পান গাড়ির গ্লাস ভাঙা এবং দুইজন হতভম্ব হয়ে দাড়িয়ে আছেন।

নগদের মণিরামপুর শাখার সুপারভাইজার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রাইভেটকার চালক সাজু হোসেন বলেন, “দুই মোটরসাইকেল সামনে পড়ে গাড়ি থামাতে বাধ্য হই। কিছু বুঝে ওঠার আগেই গ্লাস ভেঙে আমাদের মারধর শুরু করে। তারপর টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে নগদের এরিয়া ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।  ঘটনার পেছনের মূল কারণ ও জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।

ছিনতাইয়ের এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...