Sunday, August 3, 2025

মণিরামপুর মহাসড়কে না’টকীয় ছি’নতাই নগদের ৫৫ লাখ টাকা লু’ট ত’দন্তে নেমেছে পুলিশ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর মহাসড়কে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ-এর বিপুল অঙ্কের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন ৮ মাইল জামতলা দোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা গেছে,  নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে একটি প্রাইভেটকারে করে নগদের মণিরামপুর অফিসে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুইটি মোটরসাইকেল এসে প্রাইভেটকারের গতিরোধ করে।

এরপর তারা গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত যশোরের দিকে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা খাতুন জানান, তারা মাঠে কাজ করার সময় হঠাৎ গাড়ির কাচ ভাঙার শব্দ শুনে ছুটে গিয়ে দেখতে পান গাড়ির গ্লাস ভাঙা এবং দুইজন হতভম্ব হয়ে দাড়িয়ে আছেন।

নগদের মণিরামপুর শাখার সুপারভাইজার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রাইভেটকার চালক সাজু হোসেন বলেন, “দুই মোটরসাইকেল সামনে পড়ে গাড়ি থামাতে বাধ্য হই। কিছু বুঝে ওঠার আগেই গ্লাস ভেঙে আমাদের মারধর শুরু করে। তারপর টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে নগদের এরিয়া ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।  ঘটনার পেছনের মূল কারণ ও জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।

ছিনতাইয়ের এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...

দুর্গাপুরে প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ ওসির সা’হসী ভূমিকায় গ্রে’প্তার ১

মুন্না ইসলাম আগুন (দূর্গাপুর) রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী...