Saturday, August 2, 2025

নড়াইলে জমিজমা বিরোধের জেরে মসজিদে ইমামকে কু/পিয়ে জ/খম

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইলে জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ শাহরিয়ার রানা (৩০) কে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তার আপন বড়ভাই এস এম শামসুজ্জোহা রুমি ও তার ভাবি রুমার বিরুদ্ধে ।

১২ জুন (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার মাদরাসা বাজার সংলগ্ন চিলগাছা রঘুনাথপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়,স্থানীয় বাসিন্দা আবু সাইদ শেখের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তাঁর দুই সন্তান শাহরিয়ার রানা ও শামসুজ্জোহা রুমির মধ্যে জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার ভুক্তভোগী শাহরিয়ার রানাকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে অন্যত্র বিক্রি করার আয়োজন করেন অভিযুক্ত বড়ভাই রুমি। এতে বাধা দিলে ভুক্তভোগী হাফেজ রানাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাথা, হাত ও দুই পায়ের হাঁটুতে গুরুতর জখম করেন অভিযুক্ত রুমি ও তার স্ত্রী রুমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাইম বলেন,জমিজমা নিয়ে বিরোধের জেরে আজ দুপুরে হামলাকারী রুমি ও তার স্ত্রী রুমা মিলে শাহরিয়ার রানাকে পিটিয়ে আহত করেছে। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে ভুক্তভোগী শাহরিয়ার রানা বলেন, আমার বাবার মৃত্যুর পর আমার বড়ভাই আমাকে পিতার সম্পদের নায্য হিস্যা থেকে বঞ্চিত করেছেন। সকল সম্পত্তি তিনি একাই দখলে রাখতে চান। আমি দীর্ঘদিন ধরে পিতার সম্পত্তিতে আমার নিজ অংশ বুঝে পেতে চাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়।

মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখায়। এর জের ধরে আজ আমার বড়ভাই রুমি পিতার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে জমি বিক্রি করার চেষ্টা করে। আমি এতে নিষেধ করলে আমাকে পিটিয়ে গুরুতর জখম করে এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলে। নয়ত আমাকে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেয় সে। আমি আইনের আশ্রয় চাই, আমার ওপর হামলার বিচার চাই।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফ বলেন, রোগীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে বড় কোনো আশঙ্কা নেই। আমাদের হাসপাতালে চিকিৎসার মাধ্যমেই তাকে সুস্থ করা সম্ভব।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত এস এম শামসুজ্জোহা রুমি বলেন, ছোটোখাটো দ্বন্দ্বের জেরে আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়েছে। অথচ ও (ভুক্তভোগী রানা) সাথে সাথে সাংবাদিকদের কাছে গেছে, থানায় গেছে। কিন্তু আমার মানসম্মান আছে বলে আমি কোথাও যাইনি। এসময় ভাইকে জমির নায্য ভাগ না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ

মোঃ রিপন, বগুড়া প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ...

পার্টনার ফিল্ড স্কুল বদলে দিচ্ছে নড়াইলের কৃষি চিত্র জ্ঞানে স্বাবলম্বী হচ্ছেন কৃষক-কৃষাণীরা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার গ্রামীণ প্রান্তরে গড়ে উঠছে এক নতুন ধরণের শিক্ষাঙ্গন—যেখানে শিক্ষার্থীরা বইয়ের বদলে হাতে...

বোচাগঞ্জ থানার ময়লার স্তুপ হতে গু’লি উ’দ্ধার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ থানার ময়লা আবর্জনার স্তুপ হতে ৭টি বন্দুকের গুলি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা...

রাজগঞ্জে সংঘর্ষে মণিরামপুর থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আল ইমরান,  রাজগঞ্জ অফিস, : পূর্ববিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যশোরের মণিরামপুরের রত্নেশ্বরপুর গ্রাম। যেকোনো মুহূর্তে বড় ধরনের...