
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
চলো চলো মাঠে চলো মাদককে না বলো এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন যুবসমাজ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৩ জুন) রাজারহাট নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে রামনগর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কচুয়া ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলায় প্রথমার্ধে উভয় দলই গোল শূন্য থাকে । দ্বিতীয়ার্ধের খেলায় রামনগর একাদশের আশিকুর ২ টি, মিনারুল ২ টি গোল করে এবং কচুয়া একাদশের পক্ষে ১ টি গোল হয়। ফলে রামনগর ইউনিয়ন ৪ – ১ গোলে কচুয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন রেফরি ফরহাদ হোসেন।
খেলার শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খুরশিদ আলম বাবু, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, মোসলেম উদ্দিন, মাসুদুর রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ,, জেলা মহিলাদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা দলের সাবেক সম্পাদক মাসুদা ফারুক মিনু, মোজাহার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।