Monday, November 3, 2025

স্বদেশে ফিরলেন কবি জিয়াউদ্দিন জেইন ফুলেল শুভেচ্ছায় সিক্ত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির পরিচালক ও স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের প্রতিষ্ঠাতা জনপ্রিয় কবি, গীতিকার ও সংগঠক জিয়াউদ্দিন জেইন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৬ টায় সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

এসময় কবি, সাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির উপদেষ্টা কবি ও নাট্যকার মোসলেহ্ উদ্দিন, সভাপতি কবি ডা. আব্দুল হাকিম, প্রধান সমন্বয়ক কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার ও সদস্য কবি নাহিদ সুলতানা নীপা উপস্থিত ছিলেন।

সেখান থেকে সরাসরি রাজধানীর হোটেল একুশেতে অনুষ্ঠিত হয় এক চা-চক্র ও সাহিত্য আড্ডা। উষ্ণ অভ্যর্থনার সেই মুহূর্তে জিয়াউদ্দিন জেইনের দেশে আগমনকে কেন্দ্র করে আগামীতে একটি সাহিত্যিকদের মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কবি জিয়াউদ্দিন জেইন কবি-সাহিত্যিকদের শুভেচ্ছায় সিক্ত হয়ে বলেন, ‘দেশে ফিরে যেন প্রাণ ফিরে পেয়েছি। এতদিন দূরে থেকেও সাহিত্যসঙ্গীদের সাথে হৃদয়ের বন্ধন কখনও শিথিল হয়নি। এই ফুলেল ভালোবাসা আমার পরবর্তী সাহিত্য-সংগ্রামকে আরও বেগবান করবে। নিজেকে সম্পূর্ণভাবে সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় নিয়োজিত করতে চাই।

সংগঠনের প্রধান সমন্বয়ক কবিবেল্লাল হাওলাদার বলেন, ‘জিয়াউদ্দিন জেইন শুধু একজন কবিই নন, তিনি আমাদের অনলাইন সাহিত্য পরিবারের প্রেরণার বাতিঘর। তাঁর নেতৃত্বে আমাদের সংগঠনের সাহিত্য-সাংগঠনিক কার্যক্রম অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। দেশে তাঁর আগমন আমাদের জন্য বড় আনন্দ ও অনুপ্রেরণার।

কবি ও সংগঠক জিয়াউদ্দিন জেইন ফেনী জেলার কৃতিসন্তান। দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রবাসজীবনে তিনি শুধু একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় এক অনন্য নাম হয়ে উঠেছেন। সাহিত্য ও সংগঠনের প্রতি গভীর ভালোবাসা থেকে প্রবাসে থেকেও বহু সাহিত্যিককে একত্রিত করে গড়ে তুলেছেন সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম। তাঁর এই আগমন দেশের সাহিত্য অঙ্গনে নতুন উৎসাহ ও প্রাণের সঞ্চার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দুর্গম প্রত্যন্ত গ্ৰাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত গ্রাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বিহারে ৫০ তম দানোত্তম কঠিন চীবর...

শ্রীপুরের হিফজুল কোরআন প্রতিযোগিতায় সোনাতুন্দী মাদ্রাসা শী”র্ষে 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার মুজদিয়া সামিউল উলুম কারিমিয়া মাদ্রাসায় ৩০ তম কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ...

দলীয় শৃঙ্খলা যারা ভ”ঙ্গ করবে তাদের বি’রুদ্ধে ক”ড়া ব্যবস্থা হুঁ’শিয়ারি শওকাত মোল্লার

মনোয়ার ইমাম, ভারত বাংলা প্রতিনিধি: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং টু র নারায়ন তলার...

মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সাফল্য খলিলুর রহমানের

আব্দুল্লাহ আল মামুন, যশোর: মনিরামপুরে গ্রীষ্মকালীন অসময়ে তরমুজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তির...