
খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উদ্যোগে
খাগড়াছড়ি জেলার সকল উপজেলাধীন মারমা মহিলা সমিতির নারী প্রতিনিধি সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ম্রাসাথোই মারমা, প্রতিষ্ঠাতা স্থানীয় কমিটি চেয়ারম্যান, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলার সকল উপজেলাধীন মারমা মহিলা সমিতির
প্রধানদের নিয়ে নারী কর্মসংস্থান তৈরি, নারীর উদ্যোক্তা, শিক্ষা ক্ষেত্রে নারী ভূমিকা, জাতির অস্তিত্ব রক্ষা বিষয়ে মি. চেংঞা মারমা (সভাপতি, মারমা মহিলা ঐক্য পরিষদ) সভাপতিত্বে এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উঃ Mrasathowai Marma বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির -যুগ্ম সাধারণ সম্পাদক উঃ Suichingmong Marma ( ক্যজরী মারমা), সাংগঠনিক সম্পাদক Rumel Marma , দপ্তর সম্পাদক Sathoaipro Chowdhury বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য।
এ সেমিনার মাধ্যমে প্রধান অতিথি মহোদয় বর্তমান প্রেক্ষাপটে মারমা জাতির অস্তিত্ব রক্ষায় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জাতির উন্নয়নের ক্ষেত্রে মারমা মহিলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন ।