প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৮:১৮ পি.এম
ঢাকুরিয়া ইউনিয়নে মাস্টার মতিয়ার রহমানের উদ্যোগে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ইমদাদুল হক, মনিরামপুর :
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে বিএনপির অন্যতম প্রবীণ ও জনপ্রিয় নেতা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমানের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে গড়ে তোলা ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়, যা এলাকার রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার ঘটিয়েছে।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সহিদুর বারী রবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফেডারেশনের নেতৃস্থানীয় ব্যক্তি বাবু নির্মল কুমার বিট, মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন সহ আরও অনেক নেতৃবৃন্দ।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মাস্টার মতিয়ার রহমানের নেতৃত্বে ঢাকুরিয়ার বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। তার আন্তরিক প্রচেষ্টা ও রাজনৈতিক প্রজ্ঞার ফলেই আজ ঢাকুরিয়ার মতো এলাকায় বিএনপির একটি সুসংগঠিত এবং সক্রিয় কার্যালয় গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি শুধু দলীয় নেতৃত্বেই নয়, সাধারণ মানুষের মনেও স্থান করে নিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন:
সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন টুকু
শিক্ষক নেতা মাস্টার শহীদুল ইসলাম
স্থানীয় নেতা মোল্লা মিজান, যুবনেতা মোঃ তরিকুল ইসলাম, আরিফ বিল্লাহ ও দেলোয়ার হোসেন।
সভায় নেতৃবৃন্দ বিএনপির চলমান রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন, মাস্টার মতিয়ার রহমানের মতো নিবেদিতপ্রাণ নেতারাই দলের মূল শক্তি এবং তার মতো ব্যক্তিদের পাশে থেকেই বিএনপির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।