ভারাক্রান্ত হৃদয়
মুহাঃ মোশাররফ হোসেন
কখনো পারিনি নিজেকে
আপন করে গড়তে,
তাইতো জীবনযুদ্ধে বারবার
হয়েছে পরীক্ষার সমন দিতে।
সারাটা জীবন প্রেয়েছি শুধু ধিক্কার
আর চলেছি অন্যের অনুপ্রেরণায়,
পরাধীনতা আর করুনার আবদ্ধে
সারাটা জীবন করে ফেলেছি ক্ষয়।
এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে
আর পারছিনা সামনে এগুতে,
নিজের সরলতা আর উদারতায়
আপনজনেও চাইছে খেলতে।
পরাধীনতার সিকলে আবদ্ধে
স্বাধীনভাবে কখনো পারিনি চলতে,
শত কষ্ট আর বেদনা বুকে ধারণ করেছি
এখন আর পারছি না এসব সইতে।
কি আছে জানি না এ জীবনে
তবুও মনে আছে এক অকুতোভয়,
চিরবিশ্বাস প্রভুর কৃপায় সব দূর-আশা
পেরিয়ে হবে নিশ্চয়ই একদিন বিজয়।