শরিফুল খান প্লাবন:
প্রবিত্র ঈদ-উল-আযাহ উপলক্ষে মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার খামার গ্রামে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খামারগ্রাম প্রবাসী সংগঠনের সক্রিয় সদস্যরা জানান, বিগত বছরের ন্যায় এবারও প্রায় দেড় শতাধিক পরিবারের ঘরে ঘরে পেয়াজ, আলু, চিনি, সেমাই, গরুর মসলা, দুধ, প্রদান করা হয়েছে।
এছাড়া গর্ভবতী নারীদের চিকিৎসা সহায়তা, কবরস্থান পরিস্কার, প্রত্যেক ঈদে উপহার সামগ্রী, দরিদ্রদের চক্ষু চিকিৎসা, গরমে শরবত বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা, মেয়েদের বিবাহ সহযোগিতাসহ নানান সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হয় বলে জানা গেছে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশে অবস্থানরত প্রবাসী সংগঠনের সদস্যবৃন্দ, গ্রামের সকল ইমাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবীসহ গুণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
খামারগ্রাম প্রবাসী সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যাক্ত করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষদের পাশে দাড়াবেন।
এরপর সংগঠনটির সাফল্য ও প্রবাসীদের জন্য উত্তরোত্তর কল্যান কামনা করে সকল প্রবাসীদের জন্য দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।