
ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চালকিডাঙ্গা গ্রামে ৩০০ ফুট দীর্ঘ ফ্লাট সলিং সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) আহাদ আলী গাজীর বাড়ি থেকে তালেবের বাড়ি পর্যন্ত এ সড়কটির কাজ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সার্বিক সহযোগিতায় এবং ইউপি সদস্য সাইফুল ইসলামের উদ্যোগে এ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
নির্মাণকাজ চলাকালে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ফারুক হোসেন, বাবুল আক্তার গাজী, আহাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন।
দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে কৃষকদের ফসলি জমি থেকে উৎপাদিত শস্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে ফ্লাট সলিং সড়কটি নির্মাণ হওয়ায় এলাকার কৃষক ও সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নাকে ধন্যবাদ জানিয়ে বলেন,এই রাস্তাটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে বাস্তবায়ন হওয়ায় আমরা অনেক আনন্দিত। জনদুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।