
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
সড়কে নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের উদ্ভাবিত অ্যাপ্লিকেশন ‘হ্যালো এইচপি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপসের শুভ উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) দেলোয়ার হোসেন মিয়া।
বারবাজার হাইওয়ে থানা চত্বরে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের পুলিশ সুপার (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসিমুল হক খান, বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, রামনগর হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন, আরাপপুর থানার ওসি মৃত্যু্ঞ্জুয় বিশ্বাস, নওয়াপাড়া থানার ওসি মাহবুবুর রহমান, এবং তুলারামপুর থানার ওসি সেকেন্দার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মোটর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া ভিডিও বার্তায় বলেন, “হ্যালো এইচপি” অ্যাপটি দেশের সড়কপথে যাত্রী ও চালকদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া, দুর্ঘটনার তথ্য জানানো, যানজট পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং সেবা গ্রহণে স্বচ্ছতা আনবে এই অ্যাপ।
তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে পুলিশি সেবাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই অ্যাপের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা জানান, হাইওয়ে পুলিশ দিন দিন আরও দক্ষ ও প্রযুক্তিসম্পন্ন হচ্ছে। ‘হ্যালো এইচপি’ অ্যাপ ব্যবহারে মানুষ সড়কে নিরাপদে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনার সময় দ্রুত সাহায্য পাবে। বক্তারা অ্যাপ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।