Wednesday, December 17, 2025

হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপ উদ্বোধন

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

সড়কে নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের উদ্ভাবিত অ্যাপ্লিকেশন ‘হ্যালো এইচপি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপসের শুভ উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি)  দেলোয়ার হোসেন মিয়া।

বারবাজার হাইওয়ে থানা চত্বরে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের পুলিশ সুপার (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসিমুল হক খান, বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, রামনগর হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন, আরাপপুর থানার ওসি মৃত্যু্ঞ্জুয় বিশ্বাস, নওয়াপাড়া থানার ওসি মাহবুবুর রহমান, এবং তুলারামপুর থানার ওসি সেকেন্দার আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মোটর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া ভিডিও বার্তায় বলেন, “হ্যালো এইচপি” অ্যাপটি দেশের সড়কপথে যাত্রী ও চালকদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া, দুর্ঘটনার তথ্য জানানো, যানজট পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং সেবা গ্রহণে স্বচ্ছতা আনবে এই অ্যাপ।

তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে পুলিশি সেবাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই অ্যাপের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা জানান, হাইওয়ে পুলিশ দিন দিন আরও দক্ষ ও প্রযুক্তিসম্পন্ন হচ্ছে। ‘হ্যালো এইচপি’ অ্যাপ ব্যবহারে মানুষ সড়কে নিরাপদে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনার সময় দ্রুত সাহায্য পাবে। বক্তারা অ্যাপ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে নানা আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে , মাগুরা শ্রীপুরে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস...

মহান বিজয় দিবসে কেশবপুর নিউজ ক্লাবের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি:  মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ হতে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে...

গোদাগাড়ীতে প্রি-পেইড মিটার বা’তিলের দা’বিতে মানব’বন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মাসুদ আলম, গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার...

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ের একই ব্যাচ ও একই গ্রামের ৩ জন মেডিকেলে চান্স এটাই প্রথম

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী একই গ্রামের তিনজন ও উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২...